কলকাতা বিভাগে ফিরে যান

নতুন করে চালু হচ্ছে বারাসাতের হাতিপুকুর সিরাজ পার্ক

February 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যাবতীয় জল্পনা ও অপেক্ষার অবসান, আজ রবিবার থেকে নয়া ভাবে চালু হতে চলেছে বারাসতের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সিরাজ উদ্যান। শোনা যায়, নবাব সিরাজউদ্দৌলার আদেশে বারাসতের অতি প্রাচীন হাতিপুকুর খনন করা হয়েছিল। ২০১৯ সালে ‘সিরাজ উদ্যান’ পার্কের উদ্বোধন হয় সেখানে। ট্রয় ট্রেন-সহ শিশুদের একাধিক রাইডের ব্যবস্থা ছিল সেখানে। রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় এক বছর ধরে বন্ধ ছিল সিরাজ উদ্যান।

এরপর পার্কের মেরামতির কাজ শুরু হয়। কাজ সম্পূর্ন হয়েছে। এবার পার্কটি ফের খুলে দেওয়া হচ্ছে। টেন্ডারের মাধ্যমে এক সংস্থাকে সিরাজ উদ্যান পরিচালনার বরাত দেওয়া হয়েছে। সেই সংস্থা বার্ষিক ৪২ লক্ষ টাকা দেবে পুরসভাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#barasat, #Siraj park, #Hatipukur, #Kolkata

আরো দেখুন