অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। টিমের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন হার্যাস সিং, ৪৮ রান করেন Weibgn, ৪৬ রান করেন অলিভার, ৪২ করেন ডিক্সন। ভারতের হয়ে ৩টি উইকেট নেন রাজ লিম্বানি। ২টি উইকেট নেয় তিওয়ারি, একটি করে উইকেট নেন পান্ডে ও খান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় পড়ে ভারত। ভারতের হয়ে ৪৭ রান করেন আদর্শ ও ৪২ রান করেন অভিষেক। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন বিয়ার্ডম্যান ও ম্যাকমিলার। ২টি উইকেট নেন ভিদলার ও একটি করে উইকেট নেন অ্যান্ডারসন ও straker। ৪৩.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়ে যায় ভারত। ৭৯ রানে জয়ী হয় অস্ট্রেলিয়া এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়া।
- ৪০.৩ ওভারে ভারতের স্কোর ১৬৮/৮
- ৩৫.২ ওভারে ভারতের স্কোর ১৩৫/৮
- ৩২.৩ ওভারে ভারতের স্কোর ১২৩/৮
- আউট অভনিশ, ভারতের স্কোর ৯১/৬
- আউট প্রিয়াংশু, ভারতের স্কোর ৯০/৫
- আউট সচিন, ভারতের স্কোর ৬৮/৪
- আউট অধিনায়ক উদয়, ভারতের স্কোর ৫৫/৩
- ১৫ ওভারে ভারতের স্কোর ৫২/২
- আউট মুশির খান, ১২.২ ওভারে ভারতের স্কোর ৪০/২
- ৯.৩ ওভারে ভারতের স্কোর ২৪/১
- ৫০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২৫৩/৭
- আউট অ্যান্ডারসন, ৪৫.৩ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২২১/৭
- ৪০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৮৬/৬
- ৩০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৩৬/৩
- ২৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১১০/৩
- আউট হ্যারি, ২২.৫ ওভারে অস্ট্রেলিয়া ৯৯/৩
- আউট weibgen, ২০.৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৯৪/২
- ১৮ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৭৪/১
- ১০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৪৫/১
- ৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২৯/১
- স্যাম কনস্টাস আউট, ২.৩ ওভারে অস্ট্রেলিয়া ১৬/১
- টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া