কথা রাখলেন নুসরত, বসিরহাটে করলেন সুজলা প্রকল্পের উদ্বোধন

অত্যাধুনিক প্রযুক্তিসম্পনন বিশেষ ওয়াটার জেনরেটর বসানোর উদ্যোগ নেন তিনি। এই প্রকল্পে জল ফুটিয়ে বিভিন্ন স্কুলে প্লান্ট বসিয়ে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে।

August 18, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

সুসমাজ, সুকন্যা ও সুজলা- নিজের সাংসদ এলাকার উন্নয়নে গত জানুয়ারিতেই তিনটি নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন নুসরত জাহান। বসিরহাটের কৃষিমেলার উদ্বোধনে এসে প্রকল্প তিনটির ঘোষণা করেন তিনি। স্কুলের পড়ুয়াদের হাতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে সুজলা প্রকল্পের কথা বলেছিলেন তিনি। ১৫ অগস্ট তিনি স্বামী নিখিল জৈনকে নিয়ে পৌঁছে যান বসিরহাটে। সেখানকার জেলা হাসপাতাল পরিদর্শন করার পর গিয়েছিলেন বসিরহাট কলেজে। সেখানেই পতাকা উত্তোলন করেন তিনি। এনএসএসের পড়ুয়াদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় তাঁকে। অংশ নেন সরকারি অনুষ্ঠানেও। এছাড়াও ওই দিন বসিরহাটের একাধিক প্রাথমিক বিদ্যালয়ে তিনি পড়ুয়াদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেন। অত্যাধুনিক প্রযুক্তিসম্পনন বিশেষ ওয়াটার জেনরেটর বসানোর উদ্যোগ নেন তিনি। এই প্রকল্পে জল ফুটিয়ে বিভিন্ন স্কুলে প্লান্ট বসিয়ে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে।

সাংসদ হওয়ার পর তাঁর এলাকার পড়ুয়াদের জন্য একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের দাবি তুলেছিলেন তিনি। সেই বিষয়ে এখনও কোনও রকম সিগন্যাল না পেলেও তাঁর সাংসদ তহবিল থেকেই প্রাথমিক বিদ্যালয়ে এই সুজলা প্রকল্পের সূচনা করলেন সাংসদ অভিনেত্রী। এই ওয়াটার জেনারেটর বিশেষ ভাবে পানীয় জলকে শুদ্ধ করবে। তবে এখানেই থেমে থাকতে রাজি নন তিনি, বসিরহাটের মানুষের জন্য আরও অনেক স্বপ্ন দেখছেন তিনি। মানুষের জন্য চালু করতে চান বেশ কিছু প্রকল্পও।

এদিন বসিরহাটের করোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। একটি কোভিড হাসপাতাল চালু করার প্রস্তাবও দিয়েছেন। এছাড়াও হাসপাতাল ঘুরে, রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের হাতে ফল তুলে দেন নুসরত। স্বাস্থ্য দফতরের সঙ্গে জরুরি বৈঠকও সারেন তিনি।

https://www.facebook.com/NusratJahanTMCBasirhat/posts/651472595469093

তাঁর এলাকায় এমন কিছু মানুষ আছেন, যাঁরা সন্তানদের স্কুলে পাঠানোর মতও সামর্থ্য রাখেন না। এছাড়াও সীমান্ত এলাকা হওয়ায় প্রচুর সেনা পরিবার আসেন, যাঁরা কেন্দ্রীয় বিদ্যালয় না থাকার কারণে সমস্যায় পড়েন। সেই সব কারণের জন্যই তিনি সাংসদ হওয়ার পরই কেন্দ্রীয় বিদ্যালয়ের দাবি জানিয়েছিলেন। বসিরহাটের ছোট ছোট বাচ্চীদের নিয়ে অনেক স্বপ্ন তাঁর। ওরাই যে ভবিষ্যত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen