Indian Cricket: প্রয়াত প্রাক্তন টেস্ট অধিনায়ক

১১টি টেস্ট খেলা দত্তজিরাও দলকে নেতৃত্ব দিয়েছিলেন চারটি টেস্টে। ৯ বছর খেলেছিলেন ভারতের হয়ে।

February 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বরোদায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক দত্তজিরাও গায়কোয়াড়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। উল্লেখ্য, তিনিই ছিলেন দেশের প্রবীণতম জীবিত ক্রিকেটার।

১১টি টেস্ট খেলা দত্তজিরাও দলকে নেতৃত্ব দিয়েছিলেন চারটি টেস্টে। ৯ বছর খেলেছিলেন ভারতের হয়ে। ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের বাবা দত্তজিরাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen