← ভ্রমণ বিভাগে ফিরে যান
Travel: আন্টার্কটিকায় ভ্রমণ করানোর নামে হাজার হাজার টাকার প্রতারণা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত বছরের শুরুতে আন্টার্কটিকায় নিয়ে যাওয়ার নাম করে বিজ্ঞাপন দেয় একটি ভ্রমণ সংস্থা। আকর্ষণীয় সেই বিজ্ঞাপনে উল্লেখ করা হয়, কোনও মেডিক্যাল পরীক্ষা ছাড়াই আন্টার্কটিকা ভ্রমণ করা যাবে। বয়সের কোনও সীমা নেই। এই বিজ্ঞাপন দিয়ে আগাম টাকা তুলতে শুরু করে সংস্থাটি।
কিন্তু আন্টার্কটিকা যাত্রার আগে অনেকেই জানতে পারেন, তাঁদের জাহাজ ও বিমানের যে টিকিট দেওয়া হয়েছে, সেগুলি ভুয়ো। আন্টার্কটিকায় যাওয়া তো দূরের কথা, অগ্রিমের টাকাও ফেরত দেয়নি সংস্থাটি। সব মিলিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তারা এক কোটি টাকা তুলেছে বলে অভিযোগ। এ নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। সংস্থার কর্ণধার শ্রেয়সী বিশ্বাসকে গ্রেপ্তার করেছে টালিগঞ্জ থানা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্রেয়সী বিশ্বাসকে গ্রেপ্তার করে টালিগঞ্জ থানার পুলিস। সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু এ বিষয়ে এখনই হস্তক্ষেপ করতে চাননি বিচারপতি জয় সেনগুপ্ত। ২২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।