ISL: পেত্রাতোসের গোলে এফসি গোয়াকে পরাজিত করল মোহনবাগান, ফলাফল ১-০
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মারগাওতে আজ এফসি গোয়াকে ১-০ গোলে পরাজিত করল মোহনবাগান। ম্যাচের একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস। আইএসএল মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট-গোয়ার এটি ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে গোয়ার বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান। আর সেই ম্যাচে সবুজ-মেরুন বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল গোয়া। জিতেছিল ৪-১ গোলে।
আজকের ম্যাচের আগে আত্মবিশ্বাসী ছিলেন সবুজ মেরুন কোচ হাবাস। তিনি জানিয়ে দিয়েছিলেন, আমাদের লক্ষ্য পয়েন্ট তালিকার শীর্ষে থাকা। সেই কারণেই বাকি ম্যাচগুলিতে জিততে হবে। কিন্তু আজকের ম্যাচটি জিতলেও হাবাসের ছেলেরা সেভাবে খেলতে পারেনি। প্রথমার্ধের খেলার ফলাফল ছিল ০-০। ১৩ মিনিটে এগিয়ে যেতে পারত এফসি গোয়া। রেফারির ভুলে জালে বল ঢুকলেও গোল মেলেনি। পরবর্তীতে দিমিত্র পেত্রাতোসের একটি শট দারুণভাবে বাঁচিয়ে গোয়ার দুর্গ রক্ষা করেন আর্শদীপ। তারপর দু’দলই কয়েকটি সুযোগ পায়। তবে গোল হয়নি। মোহনবাগানের থেকে ভালো খেলেছে গোয়া।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহনবাগানকে ছেঁকে ধরেছে এফসি গোয়া। একাধিক সুযোগও তৈরি করেছিল। কিন্তু ম্যাচে ৭৪ মিনিটে গোয়ার ডিফেন্সের এক মুহূর্তের বিভ্রান্তির সুযোগ নিয়ে গোল করে দেন পেত্রাতোস।
আইএসএলের লিগ-শিল্ড জিততে পারলে পরের বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে সরাসরি খেলার সুযোগ পাবে মোহনবাগান।