বিনোদন বিভাগে ফিরে যান

সাংসদ হিসেবে নিজের ব্যর্থতা ঢাকতেই কি ইস্তফার কৌশল নিচ্ছেন মিমি?

February 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তীর সংসদে গড় উপস্থিতির হার ২১ শতাংশ।

২০২৪ সালের বাজেট অধিবেশনে তাঁর উপস্থিতির হার ছিল শূন্য, এছাড়াও ২০২৩ ও ২০২০ সালের বাদল অধিবেশনে একদিনের জন্যেও সংসদে যাননি যাদবপুরের অভিনেত্রী-সাংসদ।

প্রসঙ্গত, সম্প্রতি সংসদের দু’টি স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন যাদবপুরের অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। সংসদের শিল্পবিষয়ক স্ট্যান্ডিং কমিটিএবং কেন্দ্রীয় শক্তি মন্ত্রক এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্য ছিলেন তিনি। কিন্তু সপ্তদশ লোকসভার অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিমির ইস্তফার আগেই এই দুই কমিটির কাজও শেষ হয়ে যায়।

নিজের মেয়াদকালে মিমি কেবল সাতটি বিতর্কে অংশগ্রহণ করেছেন। প্রশ্ন করেছে ১৬১টি। একটিও প্রাইভেট মেম্বার্স বিল পেশ করেননি তিনি। (তথ্যসূত্র: prsindia.org)

দৃষ্টিভঙ্গি কথা বলেছিল যাদবপুর লোকসভার কেন্দ্রের ভোটারদের সঙ্গে। জনৈক রাজীব দত্ত জানিয়েছেন, তিনি এলাকায় সাংসদের দেখা পান না। সোনারপুর-উত্তর বিধানসভার বাসিন্দা সন্তোষ মুখোপাধ্যায় জানান, গত পাঁচ বছরে ক’দিন সাংসদকে দেখেছি মনে পড়ে না। বারুইপুর-পশ্চিম বিধানসভার অধিবাসী মৌপ্ৰিয়া দাসের বক্তব্য, তাঁরা নিজেদের সাংসদকে পান না।

এছাড়াও এলাকায় শোনা যায়, একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে মিমি চক্রবর্তীকে নামমাত্র দেখা গিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Actress, #mimi chakraborty, #tmc, #MP

আরো দেখুন