ফের অশান্ত মণিপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত তিন জনের মৃত্যু
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের হিংসার আগুন মণিপুরে। পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে তিরিশ জন। জেলা পুলিশের সদর দপ্তরে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে চূড়াচাঁদপুর জেলায়। পুলিশ সুপারের দপ্তরের সামনে রাখা বহু যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। মণিপুর পুলিশের তরফে বলা হয়েছে, কমপক্ষে ৩০০-৪০০ জন দুষ্কৃতী একসঙ্গে হামলা করেছে পুলিশের সদর দপ্তরে।
ইন্ডিয়ান রিজ়ার্ভ ব্যাটেলিয়ন (আইআরবি)-এর চৌকির পরে এ বার হিংসাদীর্ণ মণিপুরে হামলা জেলা পুলিশের সদরে। ফলে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়েছে মণিপুরে। উল্লেখ্য, এদিন হামলার ভিডিয়ো ফুটেজ দেখতে গিয়ে মণিপুর পুলিশের এক জওয়ানকে শনাক্ত করা হয়েছে। সিয়ামলাল পাল নামে ওই জওয়ানও ছিলেন হামলাকারীদের দলে। তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
২০২২ সালের ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছিল মণিপুরে। তারপর থেকে বেশ কয়েক দফায় অশান্ত হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্য।