রাজ্য বিভাগে ফিরে যান

আদিনা ইকোপার্কে পর্যটকদের ভিড়, একদিনে ১ লক্ষ ৪১ হাজার টাকার টিকিট বিক্রি

February 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চারিদিকে সবুজ। যেন গালিচা মোড়া ল্যান্ডস্কেপ। সঙ্গে ছোটোদের খেলার পার্ক। বড়দের হাঁটার জায়গা। প্রজাপতিদের জন্য বিশেষ ব্যবস্থা। আর অতিথিশালা। সাজানো পুকুরে থাকছে নৌকা করে বেড়ানোর ব্যবস্থা। থাকবে মাছ ধরার ব্যবস্থা। প্রকৃতি আর বিনোদনের মিশেল। মালদহের অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা ইকো পার্ক।

সরস্বতীপুজো এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে এই আদিনা ইকোপার্ক ও ফরেস্ট মিলিয়ে একদিনে মোট ১ লক্ষ ৪১ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। শুধু তাই নয়, ওই দিন ইকোপার্কে খাদ্যছায়া ক্যান্টিনে স্বনির্ভর গোষ্ঠীর পরিচালিত আদিবাসী মহিলারা ফাস্ট ফুড সহ নানা খাবার বিক্রি করে ১০ হাজার টাকা আয় করেছেন। এতে খুশি ব্লক প্রশাসন। ইকো পার্কে আরও ৬টি সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা নিয়েছে।

সংশ্লিষ্ট ব্লক প্রশাসন এবং বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার দু’টি উৎসব এক সঙ্গে থাকায় পর্যটনকেন্দ্রগুলিতে ব্যাপক ভিড় উপচে পড়েছিল। ইকো পার্কে ৪৫০০ বেশি পর্যটক এসেছিলেন। সেখান থেকে টিকিট বিক্রি করে ৯১ হাজার টাকা এবং ফরেস্টে ৫০হাজার টাকা আয় হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Eco Park, #malda, #tourists, #Adina eco park

আরো দেখুন