মাইলফলক ছুঁলেন Ravichandran Ashwin, টেস্ট ক্রিকেটে তাঁর ৫০০তম শিকার কে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। শুক্রবার তাঁর বলে সুইপ করতে গিয়ে রজত পাতিদারের হাতে ধরা পড়েন জাক ক্রলি। অনিল কুম্বলের পর, দ্বিতীয় ভারতীয় হিসেবে ৫০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন অশ্বিন। প্রসঙ্গত, অনিল কুম্বলের দখলে রয়েছে ৬১৯ উইকেট।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অশ্বিন রয়েছেন নয় নম্বরে। সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০০ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুরুলিধরন। দ্রুত পাঁচশো উইকেট নেওয়ার ক্ষেত্রে তাঁর পরেই উঠে এলেন ভারতীয় অফস্পিনার। ক্রিকেটের প্রাচীনতম ফরম্যাটে অশ্বিনের প্রথম শিকার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডারেন ব্র্যাভো। তারপর ৫০, ১০০, ২০০, ৩০০ এবং ৪০০তম শিকার হন যথাক্রমে নিক কম্পটন, ড্যারেন স্যামি, কেন উইলিয়ামসন, লাহিরু গামাগে। ৫০০ তম শিকার হলেন জাক ক্রলির।
মাইলফলক ছোঁয়ার পর কমেন্ট্রি বক্স থেকে অশ্বিনকে অভিনন্দন জানান কুম্বলে। অশ্বিনকে অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর।