প্রয়াত ‘নায়িকা সংবাদ’-এর অভিনেত্রী অঞ্জনা ভৌমিক
অঞ্জনা ভৌমিকের জন্ম ১৯৪৪ সালে, কোচবিহারে। তাঁর আসল নাম ছিল আরতি ভৌমিক।
February 17, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। শনিবার দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে সকাল ১০.৩০টা নাগাদ তাঁর প্রয়াণ হয়। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের মা এবং অভিনেতা যীশু সেনগুপ্তের শাশুড়ী।
অঞ্জনা ভৌমিকের জন্ম ১৯৪৪ সালে, কোচবিহারে। তাঁর আসল নাম ছিল আরতি ভৌমিক। অঞ্জনা নাম নিয়ে ২০ বছর বয়সে, ১৯৬৪ সালে বাংলা সিনেমায় নামেন তিনি। ছবির নাম অনুষ্টুপ ছন্দ। উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন থানা থেকে আসছি, চৌরঙ্গী, নায়িকা সংবাদের মতো অনেক জনপিয় ছবিতে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি দিবারাত্রির কাব্য ছবিতেও অভিনয় করেন তিনি।