ISL: নর্থইস্ট ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

এদিন ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় নর্থ-ইস্ট ইউনাইটেড।

February 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার ঘরের মাঠে প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেডের গতিকে পরাস্ত করে ৪-২ গোলে জিতল মোহনবাগান। গত শনিবারই পাহাড়ি দলটি হারিয়েছিল ইস্ট বেঙ্গলকে। এর ফলে আইএসএলে জয়ের হ্যাটট্রিক করে ফেলল হাবাসের ছেলেরা। শীর্ষস্থানে থাকার লড়াইয়ে এ বার ওড়িশা এফসি-র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করল তারা।

এদিন ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় নর্থ-ইস্ট ইউনাইটেড। ম্যাচের পাঁচ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জুরিচ। শুরুতে যুবভারতীতে যেন খাবি খাচ্ছিল সবুজ-মেরুনরা।

৪৫ মিনিটের ইনজুরি টাইমে মোহনবাগানকে সমতায় ফেরালেন লিস্টন কোলাসো। বক্সের মাথা থেকে একদম গোল করেন। তাঁকে পাসটা দেন জনি কাউকো। বাঁ-প্রান্তে বক্সের মাথায় একেবারে আন-মার্কড ছিলেন লিস্টন। সহজেই বলটা জালে ঢুকিয়ে দেন। তার তিন মিনিটের মধ্যে জেসম কামিন্সের গোলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধের শেষে খেলার ফল হয় ২-১।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল পেয়ে যায় নর্থ-ইস্ট ইউনাইটেড। ৫০ মিনিটে গোল করেন সেই জুরিচ। ২-২ হওয়ার তিন মিনিটের মধ্যেই মোহনবাগানকে এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতোস। গোলের মুভমেন্টটা শুরু হয় লিস্টন কোলাসোর থেকে। তিনি উঠে এসে বল বাড়ান জেসন কামিন্সকে। যিনি একাধিক নর্থ-ইস্ট খেলোয়াড়ের মধ্যে বক্সের মাথায় দাঁড়িয়েছিলেন। তিনি একটা দারুণ বল বাড়ান বক্সের মধ্যে ঢুকে যাওয়া পেত্রাতোসকে। তিনি গোল করতে কোনও ভুল করেননি।

৫৭ সাহাল আবদুল অসাধারণ একটি গোল করেন। ৪-২ গোলে এগিয়ে যায় মোহনবাগান। মাঝমাঠের কিছুটা উপরে বলটা পেয়ে লুকা মদ্রিচের কায়দায় বুটের বাইরের অংশ দিয়ে বাঁ-প্রন্তে বলটা বাড়ান সাহালের দিকে। বক্সের বাইরে থেকে বলটা পান সাহাল। তারপর তিনি বক্সের মধ্যে ঢুকে যান। কেউ ছিলেন না পাশে। দুর্দান্ত প্লেসিং করে বলটা জালে ঢুকিয়ে দেন সাহাল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen