তাপস পাল অভিনীত সেরা পাঁচ ছবি কোনগুলো?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তমকুমার পরবর্তী যুগে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সুপারস্টার ছিলেন তাপস পাল। আজ তাঁর প্রয়াণ দিবস। আজকের দিনে দেখে নিন তাঁর অন্যতম সেরা পাঁচ ছবি।
দাদার কীর্তি: এটি তাপস পালের প্রথম ছবি। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮০ সালে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে ছবিটি তৈরি করেন তরুণ মজুমদার। ছবিতে তাপস পালের বিপরীতে অভিনয় করেছিলেন মহুয়া রায়চৌধুরী।
সাহেব: ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮১ সালে। ছবিতেও তাপস পালের অভিনয় ছিল নজরকাড়া। এছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন, উৎপল দত্ত, মাধবী মুখোপাধ্যায়, অনিল চ্যাটার্জী প্রমুখ।
অবোধ: ছবিতে তাপস পালের সঙ্গে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। এটি ছিল মাধুরীর প্রথম ছবি। অবোধ তাপস পালের প্রথম হিন্দি ছবি। অবোধ ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল, পরিচালনা করেছিলেন হীরেন নাগ।
ভালোবাসা ভালোবাসা: ১৯৮৫ সালে মুক্তি পেয়েছিল তরুণ মজুমদারের সিনেমা ভালোবাসা ভালোবাসা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তাপস পাল ও দেবশ্রী রায়।
গুরুদক্ষিণা: ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল ছবিটি, অন্যতম হিট ছিল এই ছবি। ছবিতে তাপস পালের বিপরীত অভিনয় করেছিলেন শতাব্দী রায়।