খেলা বিভাগে ফিরে যান

যশস্বীর ডবল সেঞ্চুরি, রাজকোটে জিতে সিরিজে এগিয়ে গেল রোহিতরা

February 18, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুখ থুবড়ে পড়ল বাজবল। চারদিনেই টেস্ট শেষ, রাজকোটে দাপটের সঙ্গে জিতল ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ২-১ ব্যবধানে। ইংল্যান্ডের সামনে ৫৫৭ রানের লক্ষ্য রেখেছিল ভারত। রান তাড়া করতে নেমে ১২২ রানেই গুটিয়ে যায় ইনল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ৪৩৪ রানে জয়ী হন রোহিতরা।

ভারতের তরুণ ওপেনার ২২ বছরের যশস্বী জয়সোয়াল এদিন ডবল সেঞ্চুরি করেন। তিনি দুটি টেস্টে পরপর ডাবল সেঞ্চুরি করে স্পর্শ করলেন ব্র্যাডম্যান, বিনোদ কাম্বলি, গ্রেম স্মিথ, বিরাট কোহলিদের। চতুর্থ দিনে রাজকোটে ৯১ রানে রান আউট হন শুভমন। যশস্বী অপরাজিত ২১৪, সরফরাজ অপরাজিত ৬৮ রান করেন। চার উইকেট হারিয়ে ৪৩০ রানে ইনিংস ডিক্লেয়ার করেন রোহিত।

জবাবে ব্যাট করতে নেমে উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। উল্লেখযোগ্য রান বলতে মার্ক উড ৩৩ রান করেন। রবীন্দ্র জাদেজা পাঁচটি উইকেট পেয়েছেন। কুলদীপ শিকার করেন দুটি, অশ্বিন ও বুমরাহের ঝুলিতে একটি করে উইকেট গিয়েছে। কাজকোটে জয়ের ফলে, সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #India Vs England, #Rajkot, #Yashasvi jaiswal

আরো দেখুন