সিনেমার পর এবার সিরিজেও জনপ্রিয় ইউটিউবার ঝিলম গুপ্ত

এবার তাঁকে দেখা যাবে ওটিটিতেও। করণ জোহরের প্রযোজনায় তৈরি সিরিজে দেখা যাবে ঝিলম গুপ্তকে।

February 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমাজ মাধ্যমে তাঁর বুদ্ধিদীপ্ত কনটেন্টের অনুরাগী গোটা বাংলা। এবার তাঁকে দেখা যাবে ওটিটিতেও। করণ জোহরের প্রযোজনায় তৈরি সিরিজে দেখা যাবে ঝিলম গুপ্তকে। আমাজন প্রাইমে মুক্তি প্রাপ্ত নতুন সিরিজ ‘লাভ স্টোরিয়া’-তে অভিনয় করেছেন বঙ্গতনয়া ঝিলম।

ফিল্ম রিভিউ থেকে সিরিয়াল রিভিউ, ফেসবুক, ইউটিউবে নিয়মিত ভাইরাল হয় ঝিলমের বানানো কনটেন্ট, ভিডিও। সম্প্রতি তাঁর বইও প্রকাশিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। করণ জোহর প্রযোজিত সিরিজে রূপান্তরকামীদের একটি দম্পতির গল্পে ‘দীপন’-এর চরিত্রে অভিনয় করেছেন ঝিলম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen