দিশা-সুশান্তের প্রায় নিয়মিত যোগাযোগ ছিল, নয়া তথ্য

গত জুনে এক সপ্তাহের ব্যবধানে দিশা এবং সুশান্ত আত্মহত্যা করেন।

August 19, 2020 | 1 min read
Published by: Drishti Bhongi

গত এপ্রিল মাসে দিশা সালিয়েনের সঙ্গে প্রায় নিয়মিতই কথা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। হোয়াটসঅ্যাপ মেসেজের সূত্র ধরে সুশান্ত মামলার তদন্তকারী অফিসাররা এমনই তথ্য পেয়েছেন। দিশার বাবা সতীশ সালিয়ান কয়েকদিন আগেই দাবি করেছিলেন, সুশান্তের সঙ্গে দিশার মাত্র একবার দেখা হয়েছিল। দিশা অভিনেতা সুশান্তের ম্যানেজার হলেও দু’জনের মধ্যে কথাবার্তা প্রায় হতো না বলে দাবি করেছিলেন সতীশ। তবে তদন্তে জানা গিয়েছে, এপ্রিল মাস পর্যন্ত দিশা-সুশান্তের প্রায় নিয়মিত যোগাযোগ ছিল। হোয়াটসঅ্যাপে তাঁদের বেশ কয়েকটি মেসেজের সূত্র ধরে এমন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, এপ্রিল মাসে বেশ কয়েকটি বিজ্ঞাপন এবং এক অনলাইন গেমের প্রচার নিয়ে সুশান্তের সঙ্গে দিশার হোয়াটসঅ্যাপে আলাপচারিতা হয়েছিল। তদন্তে দু’জনের হোয়াটসঅ্যাপ মেসেজের তথ্য সামনে আসায় ফের নতুন করে জল্পনা সৃষ্টি হল। উল্লেখ্য, গত জুনে এক সপ্তাহের ব্যবধানে দিশা এবং সুশান্ত আত্মহত্যা করেন।

সুশান্ত মামলায় দিশার বিরুদ্ধে পাটনা থানায় দায়ের হওয়া অভিযোগ মুম্বইয়ে স্থানান্তর করার আবেদন করেছিলেন অভিনেত্রী। বুধবার সুপ্রিম কোর্ট ওই মামলার রায় দেবে। এদিকে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে যে সুশান্তের পরিবারের সম্পর্ক ভালো ছিল না, তা আরও একবার স্পষ্ট করলেন রিয়ার আইনজীবী সতীশ মানাশিন্দে। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ৮ জুন সুশান্তের কথামতোই তাঁর ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রিয়া। বোন মিতু ওই ফ্ল্যাটে আসবে বলেই রিয়াকে বেরিয়ে যেতে বলেছিলেন সুশান্ত। সুশান্তের পরিবার রিয়াকে পছন্দ করত না। সে কারণেই বোন আসার আগে রিয়াকে ফ্ল্যাট ছেড়ে চলে যেতে বলেছিলেন সুশান্ত। এদিন সুশান্তর বাবা কে কে সিংয়ের বয়ান রেকর্ড করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রিয়ার বিরুদ্ধে ১৫ কোটি টাকা তছরুপের অভিযোগ তুলেছিলেন কে কে সিং। সেই মামলাতেই এদিন কে কে সিংয়ের বয়ান রেকর্ড করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen