রাজ্য বিভাগে ফিরে যান

বাংলা ভাষার ব্যবহার বাড়বে সরকারি কাজকর্মে? আশাবাদী আম বাঙালি

February 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাম আমলে সরকারি নাথিপত্রে ও নির্দেশিকায় বাংলার ব্যবহার ছিলই না বলা যায়। বাম সরকার ১৯৭৯ সাল থেকে একাধিকবার নির্দেশিকা জারি করে সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের কথা বলেছিল। কিন্তু কাজ হয়নি। রাজনৈতিক পালাবদলের পর, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারি চাকরি পাওয়ার জন্য বাংলা জানা বাধ্যতামূলক করে। নেপালি ভাষীদের ক্ষেত্রে ব্যতিক্রম। সরকারি কর্মীরা মনে করেন, সরকারি কাজকর্মে বাংলার ব্যবহার এখনও সেভাবে হচ্ছে না। অধিকাংশ দপ্তরে সরকারি বিজ্ঞপ্তি কেবল ইংরেজিতে হয়। ফাইল লেখা হয় ইংরেজিতে। উল্লেখ্য, ১৯৫৬ সালের ২৬ জানুয়ারি থেকে রাজ্যে বাংলাকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয়। পাহাড়ের তিনটি মহকুমাতে বাংলার পাশাপাশি নেপালিও সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়।

মুখ্যমন্ত্রী আজ দেশপ্রিয় পার্কে মাতৃভাষা দিবসের (International Mother Language Day) অনুষ্ঠানে যোগ দেন। তার আগে নবান্নের সামনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজ্যবাসী ও বাংলাদেশের মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। সরকারি কাজে ও শিক্ষায় বাংলা ব্যবহারের বিষয়টি ঘিরে ফের চর্চা শুরু হয়েছে। একটি বাঙালি জাতীয়তাবাদী সংগঠন ১৪০ জন শিক্ষাবিদ, সাহিত্যিকের স্বাক্ষর-সহ চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছে। সব স্কুলে বাংলা পড়ানো ও চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে চিঠি। পবিত্র সরকার, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো কৃতি বঙ্গসন্তানরা চিঠিতে সই করেছেন। সাধারণ মানুষের বক্তব্য, পয়লা বৈশাখ রাজ্য দিবস ও রাজ্য সঙ্গীত চালু হয়েছে। এবার সরকারি কাজে বাংলার ব্যবহারও বাড়বে বলে তাঁরা আশাবাদী।

TwitterFacebookWhatsAppEmailShare

#International Mother Language Day, #Mother Language, #WB Government, #২১শে ফেব্রুয়ারি, #ভাষা দিবস, #bengali language

আরো দেখুন