রাজ্য বিভাগে ফিরে যান

Lok Sabha Election 2024: প্রার্থী নির্বাচন নিয়ে বেনজির গোষ্ঠী কোন্দলের আশঙ্কায় বাংলার গেরুয়া শিবির

February 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচন দোরগোড়ায়। ইতিমধ্যেই সম্মুখ সমরের প্রস্তুতি নিতে শুরু করেছে সমস্ত দল। সূত্রের খবর, বাংলার একাধিক কেন্দ্রে লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) প্রার্থী বদলের কথা ভাবনা চিন্তা করছে বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব। এর মধ্যে জয়ী কিছু আসনের ‘হেভিওয়েট প্রার্থী’-দের ক্ষেত্রেও মুখ অদল বদল করা হতে পারে বলে জানা যাচ্ছে।

বর্তমান আসনেও প্রার্থী হতে চেয়ে আবেদন করছেন দলের অনেক নেতাকর্মী। তাহলে কি সংশ্লিষ্ট সাংসদদের কাজে সন্তুষ্ট নন কর্মীরা? শুরু হয়েছে জল্পনা। বিজেপির (BJP) অন্দরের খবর. প্রার্থী তালিকা প্রকাশের পর বেনজির গোষ্ঠী কোন্দলের আশঙ্কায় কম্পমান বাংলার গেরুয়া শিবির।

যদিও অস্বস্তি কাটাতে সাফাই দেওয়াও শুরু হয়েছে। বলা হচ্ছে যে, সম্ভাবনাময় আসন হওয়ার কারণেই প্রার্থী হওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এটি ইতিবাচক দিক। বিজেপির অন্যতম রাজ্য সহ-সভাপতি জগন্নাথ সরকার বলেন, ‘বাংলায় বিজেপির পক্ষে হাওয়া বইছে। তাই নির্বাচনে যোগ্যরা প্রার্থী হতে চাইছেন। আমার রানাঘাট আসনেও একাধিক আবেদন জমা পড়েছে প্রার্থী হওয়ার জন্য। দল যে সাংগঠনিকভাবে বিস্তৃত হচ্ছে, এই ঘটনাই তার প্রমাণ।’

সূত্রের খবর, আপাতত ‘শাহি কৌশল’ ৩৫টি আসনকে লক্ষ্য করে ঝাঁপানো। অর্থাৎ ১৮টার পর লক্ষ্যমাত্রা আরও বাড়াল গেরুয়া শিবির। কিন্তু, এখন থেকেই সম্ভাব্য প্রার্থী নিয়ে রীতিমতো চর্চা চলছে। সূত্রের খবর, তালিকায় ‘তারকা চমক’ থাকার সম্ভাবনা।

বিজেপির ‘সিটিং এমপি’ আছেন, রাজ্যের এমন বহু আসনে গড়ে ১৫ থেকে ২০টি করে প্রার্থী হওয়ার আবেদন জমা পড়েছে বলে খবর। কিছু ক্ষেত্রে শতাধিক আবেদনও জমা পড়েছে। বিজেপিতে কাকে প্রার্থী করা হবে, এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দলের কেন্দ্রীয় পার্টি। আগামী সপ্তাহেই বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠকে বসবে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #Lok Sabha Election 2024

আরো দেখুন