বিনোদন বিভাগে ফিরে যান

Bollywood News: মা হচ্ছেন দীপিকা?

February 21, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কিছুদিন আগেই প্রথমবার মা-বাবা হওয়ার ঘোষণা দিয়েছেন রিচা চাড্ডা ও আলি ফজল দম্পতি। এরপর প্রকাশ্যে আসে ইয়ামি গৌতমের মা হওয়ার খবর।

এবার জানা গেল, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে নতুন অতিথি আসছে। প্রথমবার মা হতে যাচ্ছেন দীপিকা।

সম্প্রতি বাফতা অ্যাওয়ার্ডসের মঞ্চে দীপিকা উপস্থিত হয়েছিলেন অ্যাওয়ার্ড প্রেজেন্টার হিসেবে। পরেছিলেন অফ হোয়াইট রঙের সব্যসাচীর ডিজাইন করা একটি শাড়ি।

সূত্র মাধ্যমে জানা গেছে মা হচ্ছেন দীপিকা। এখন তিন মাস চলছে তাঁর। ছোট্ট বেবি বাম্প এখনই দেখাতে চান না তিনি। ছবি তোলার সময় বেশ কায়দা করেই পোজ দিচ্ছিলেন যাতে কেউ কিছু না বোঝে।

জানুয়ারির প্রথমেই দীপিকা একটি সাক্ষাৎকারে জানান, ‘রণবীর এবং আমি দুজনেই খুব বাচ্চা ভালবাসি। অবশ্যই এই নিয়ে আমাদের মধ্যে কথা হয় এবং পরিকল্পনা রয়েছে। আমি এবং রণবীর দুজনেই অপেক্ষা করে আছি সেই সময়ের জন্য যখন আমরা সন্তান নেব। আমরা এবার চাই পরিবার শুরু করতে।’

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালীর রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’র সেটে।

এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমাতেও পর্দা ভাগ করতে দেখা গেছে তাঁদের।

ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিড়িতে বসেন দিপীকা ও রণবীর।

তবে রণবীর-দীপিকা কেউই এই খবর নিয়ে এখনও মুখ খোলেননি। তবে এমন খুশির খবর শুনে নেটপাড়া বেশ উত্তেজিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Deepika Padukone, #Bollywood, #Ranveer Singh

আরো দেখুন