বিফলে বৈঠক, বাংলার বকেয়া দেবে না মোদী সরকার? নেপথ্যে রাজনৈতিক বৈরিতা?

রাজ্য সরকারের দাবি, মোদী সরকারের যাবতীয় প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হয়েছে। আরও কিছু চাওয়া হলে, তা দিয়ে দেওয়া হবে

February 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার বকেয়া টাকা দেওয়ার নাম নেই মোদী সরকারের! বুধবার কেন্দ্র-রাজ্য সচিব পর্যায়ের বৈঠক নিষ্ফলাই গেল। মোদী সরকার (Modi Govt) কার্যত জানিয়েই দিল, ১০০ দিনের কাজ (100 Days Work), প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং স্বাস্থ্য‌ প্রকল্পে বকেয়া অর্থ এখনই মিলবে না। রাজ্য সরকারের দাবি, মোদী সরকারের যাবতীয় প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হয়েছে। আরও কিছু চাওয়া হলে, তা দিয়ে দেওয়া হবে। রাজ্য সাফ জানাচ্ছে, নারেগায় কোনও দুর্নীতি হয়নি। কিন্তু তার পরেও মিলছে না টাকা।

বুধবার গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশকুমারের সঙ্গে বাংলার অর্থসচিব মনোজ পন্থের প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে। হাজির ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের অফিসাররাও। জানা যাচ্ছে, ২০২২ সাল থেকে বন্ধ থাকা ১০০ দিনের প্রাপ্য টাকা এখনই মেলার সম্ভাবনা নেই। জানা যাচ্ছে, বাংলায় চলতে থাকা রেল, জাতীয় সড়ক ও টেলি প্রযুক্তি সংক্রান্ত নানা প্রকল্পের বিষয়েও পর্যালোচনা হয়েছে। কেন্দ্র বা রাজ্য বৈঠকের বিষয়ে কেউই বিস্তারিত কিছু জানায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen