← রাজ্য বিভাগে ফিরে যান
১০ মার্চ জনগর্জন সভা, পাঁচ বছর পর ব্রিগেডে তৃণমূল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১৯-র পর ২০২৪, প্রায় পাঁচ বছর পর ব্রিগেড ময়দানে সমাবেশের ডাক দিল বাংলার শাসক দল তৃণমূল। লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল ১০ মার্চ ব্রিগেডে সমাবেশ করতে চলেছে। মনে করা হচ্ছে, আগামী মাসের দশ তারিখ থেকেই লোকসভার প্রচার শুরু করবে রাজ্যের শাসক দল। রবিবার তৃণমূল সমবাবেশের পোস্টার প্রকাশ করেছে। ১০ মার্চ, রবিবার ব্রিগেড ময়দানে সকাল ১১টা থেকে ‘জনগর্জন সভা’ হবে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে পোস্টারে।
মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল। রাজ্যের বরাদ্দ বন্ধের অভিযোগে কলকাতা, দিল্লি নানান জায়গায় সমাবেশ, বিক্ষোভ, ধর্না ইত্যাদির মাধ্যমে আন্দোলন গড়ে তুলেছে তৃণমূল নেতৃত্ব। সে’সব দাবিকে সামনে রেখেই ব্রিগেডে সমাবেশ করতে চলেছে তৃণমূল।