Custodial Rape-এ শীর্ষে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ, চাঞ্চল্যকর তথ্য NCRB-র

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত গোটা দেশে কাস্টডিয়াল রেপের যে মামলাগুলো দায়ের হয়েছে, তার ভিত্তিতেই এ পরিসংখ্যান

February 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাঁচ বছরে পুলিশ হেপাজতের আওতায় গোটা দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ২৭৫টি, এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)। এই পরিসংখ্যান ঘির ইতিমধ্যেই তোলপাড় আরম্ভ হয়েছে গোটা দেশে। তথ্য বলছে, ৫ বছরে পুলিশ হেপাজতে ধর্ষণের (Custodial Rape) ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, ৮৯টি ঘটনা ঘটেছে যোগীরাজ্যে। দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ, সেখানে এমন ৪৩টি ঘটনা ঘটেছে।

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত গোটা দেশে কাস্টডিয়াল রেপের যে মামলাগুলো দায়ের হয়েছে, তার ভিত্তিতেই এ পরিসংখ্যান। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২) ধারা মামলাগুলো দায়ের হয়।

নারী আন্দোলন কর্মীরা এ জন্য বিচার ব্যবস্থার মধ্যে সংবেদনশীলতার অভাবকে দায়ী করেছেন। তবে ফি বছর এমন মামলার সংখ্যা ক্রমশ কমেছে, ২০১৭-তে ৮৯টি মামলা দায়ের হয়েছিল। ২০১৮-এ ষাটটি, ২০১৯-এ ৪৭, ২০২০-তে ২৯ এবং ২০২১-এ ২৬।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen