ফাল্গুনে অশ্বিনের বাজিমাত, ধোনির শহরে সিরিজ পকেটে পুরল রোহিতরা

শুভমন গিল ও ধ্রুব জুরেলের ব্যাটে এক টেস্ট বাকি থাকতেই সিরিজ জিতে গেল ভারত

February 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চতুর্থ টেস্টের ফয়সালাও হল চার দিনে। ধোনির শহরে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। শুভমন গিল ও ধ্রুব জুরেলের ব্যাটে এক টেস্ট বাকি থাকতেই সিরিজ জিতে গেল ভারত। পাঁচ উইকেটে জয়ী হয়েছে রোহিত বাহিনী।

চতুর্থ দিনের শুরুটা ভালই করেছিলেন ভারতের দুই ওপেনার। বাজবল খেলছিলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় সেশনে ম্যাচে ফেরে ইংল্যান্ড। ৩৭ রানের মাথায় জো রুটের বলে আউট হন ভারতের তরুণ ওপেনার। দুর্ধর্ষ ক্যাচ ধরেন জেমস অ্যান্ডারসন। রোহিত ৬৯ বলে নিজের অর্ধশতরান করেন। টম হার্টলির বল এগিয়ে এসে মারতে গিয়ে আউট হন রোহিত।
বেন ফোকস স্টাম্প আউট করেন রোহিতকে। ৫৫ রানে ফেরেন রোহিত।

শোয়েব বশিরের বলে শূন্য রানে আউট হন রজত পাতিদার। শোয়েব বশিরের বলে জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েন জাডেজা। শূন্য রানে আউট হন সরফরাজ। পরপর দু’বলে ২ উইকেট নেন শোয়েব বশির। শুভমন গিল ৫২ রানে অপরাজিত ছিলেন। তিনটি উইকেট নিয়েছেন শোয়েব বশির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen