বসন্তেই বিয়ে করতে চলেছেন অনুপম, পাত্রী কে জানেন?

অনুপম রায়ের জীবনে ফের বসন্তের ছোঁয়া!

February 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: অনুপম রায়ের জীবনে ফের বসন্তের ছোঁয়া! আগামী ২ মার্চ বিয়ে করবেন অনুপম। পাত্রী টলিপাড়ার গায়িকা প্রস্মিতা পাল। পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই রেজিস্ট্রি করেই বিয়ে করবেন অনুপম।

প্রথম বিচ্ছেদ। তার পর পিয়া চক্রবর্তীকে বিয়ে। ২০২১ সালের শেষের দিকে পিয়ার সঙ্গে ৬ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন অনুপম, জানিয়ে দেন- ‘আমাকে আমার মতো থাকতে দাও…’। তাঁর জীবনের ‘সবচেয়ে বড় ক্ষতি’ পিয়ার সঙ্গে বিচ্ছেদ সে-কথা নিজের মুখেই জানিয়েছেন অনুপম রায়। শুধু ছ-বছরের দাম্পত্য নয়, কলেজ জীবনের বন্ধুত্ব দুজনের। আচমকা সবটা শেষ হয়ে যাওয়াটা বড় ধাক্কা ছিল গায়কের কাছে। তার বছর দুয়েকের মাথায় ফের বিয়ে করেন পিয়া। পাত্র পরমব্রত চট্টোপাধ্যায়।

বন্ধুত্ব আগে থেকেই ছিল অনুপম-প্রশ্মিতার। গায়কের বিচ্ছেদের পর সেই বন্ধুত্বের রঙ আরও গাঢ় হয়। দেরি না করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দু’জনে। প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ ছবিতে ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন। এ ছা্ড়াও প্রস্মিতার গাওয়া ‘সাজনা’ কিংবা ‘হতে পারে না’ গানগুলি বেশ জনপ্রিয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন