বিনোদন বিভাগে ফিরে যান

স্বল্প বসনে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছেন যে ৬ নায়িকারা

February 26, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউড অভিনেত্রীরা অভিনয়ের পাশাপাশি তাঁদের আবেদন দিয়েও ঘায়েল করেছেন বহু পুরুষ অনুরাগীদের। আসুন দেখে নেওয়া যাক সেই ৬ অভিনেত্রী যাঁরা স্বল্পবসনে কাঁপিয়েছেন সোশ্যাল মিডিয়া।

১) আলিয়া ভাট:

স্বল্প বসনে খুবই হট লাগছে এই প্রজন্মের অন্যতম অভিনেত্রী আলিয়া ভাটকে।

২) উর্বশী রাউতেলা

চাবুক ফিগার আর সুন্দর চুল, রঙিন বিকিনিতে হট লাগছে তাকে। বিকিনিতে উন্মুক্ত তাঁর ক্লিভেজ।

৩) জ্যাকলিন ফার্নান্দেজ

জলের মধ্যে স্বল্প বসনে নেটিজেনদের কাছে জলপরী হয়ে উঠেছেন জ্যাকলিন ফার্নান্দেজ।

৪) প্রিয়াঙ্কা চোপড়া

ফর্সা ত্বকের ওপরে রঙিন বিকিনি, জলে সিক্ত শরীরে প্রিয়াঙ্কা চোপড়া যেন মৎস্যকন্যা।

৫) বিপাশা বসু

একসময় বলিউড কাঁপিয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। একটি বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন বঙ্গকন্যা বিপাশা । সাদা ও নীল বিকিনিতে সমুদ্রে মৎসকন্যা লাগছে। এই অপরুপ সৌন্দর্যের মুহুর্ত রসিয়ে কষিয়ে উপভোগ করেছেন অনুরাগীরা।

৬) শিল্পা শেঠী

বিকিনি লুকে শিল্পার নাম থাকবে না হতে পারে? তাঁর ফিটনেস, ফিগার দেখে এমনিতেই মাত নেটিজেনরা। সকল নায়িকাদের মধ্যে শিল্পা শেঠীকেই বেশি আবেদনময়ী লাগে এমনই মনে করেন নেটিজেনরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Entertainment, #fashion, #Bollywood, #bikini, #hot, #Hot Look

আরো দেখুন