স্বাস্থ্য বিভাগে ফিরে যান

দাঁতে যন্ত্রণা? জেনে নিন রেহাইয়ের উপায়?

February 28, 2024 | < 1 min read

দাঁতে ক্যাভিটি বা গর্ত হলে প্রচণ্ড ব্যথা হয়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দাঁতে খুব ব্যথা হচ্ছে? কাজে মনোযোগ দিতে পারছেন না? বেশ কিছু উপায় রয়েছে, যা অবলম্বন করলে রেহাই মিলতে পারে।

  • প্রথমেই দাঁতে ব্যথা (Toothache) কারণ খুঁজতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, ঠান্ডা বা গরম জল না খেলেও দাঁতে যন্ত্রণা হচ্ছে। সেক্ষেত্রে রুট ক্যানাল অত্যন্ত জরুরি।
  • মাড়ির সমস্যায় ওরাল প্রোফাইল্যাক্সিস খুব উপকারী।
  • অনেক সময় খেতে গিয়ে দাঁত নড়ে যায়। সেক্ষেত্রে দাঁত তুলে নেওয়া উচিত।
  • কিছুক্ষেত্রে দেখা যায় দাঁতের কোনও অংশ ভেঙে গিয়েছে। সেটাই ব্যথার কারণ হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে রুট ক্যানাল করিয়ে ক্যাপ ক্রাউন করতে হবে।
  • হোমিওপ্যাথিতেও মিলতে পারে সুরাহা। আক্কেল দাঁতের ব্যথা খুবই যন্ত্রণাদায়ক। হেকলালাভা ও চেরিয়ান্থাস চেরি রেহাই দিতে পারে।
  • মাড়ির সমস্যার ক্ষেত্রেও হেকলালাভা ব্যবহার করা যেতে পারে।
  • শিশুদের দাঁত ব্যথার ক্ষেত্রে খুবই উপকারী কফিয়া।
  • ঠান্ডা হাওয়া লেগে দাঁতে যন্ত্রণা হলে সালফার, মার্কসল বা কস্টিকামের ব্যবহার করা হয়।
  • দাঁতের যন্ত্রণা কমাতে স্ট্যাথিসেগ্রিয়া বা ল্যাকেসিস যন্ত্রণা কমাতে সাহায্য করে।
  • ক্যালকেরিয়া, পালসেটিলা, কফিয়া যন্ত্রণা থেকে মুক্তি দেয়।
  • দাঁত তোলার পর যন্ত্রণায় আর্নিকা খুব আরাম দেয়।
  • আয়ুর্বেদেও রয়েছে রেহাইয়ের পথ। দাঁতের গোড়ায় যন্ত্রণার ক্ষেত্রে তিল এবং যষ্টিমধু ব্যবহারে উপকার মেলে।
  • দাঁত নড়ে ব্যথা হলে, দশমূল ক্বাথের প্রয়োগে ব্যথা উপশম হতে পারে।
  • ঠান্ডা ও টক পদার্থের জেরে দাঁতে যন্ত্রণা হলে আমলকী, প্রিয়ঙ্গু প্রভৃতি ভেষজের চূর্ণ দাঁতে ঘষলে আরাম মিলবে।
  • দাঁতের গোড়া ফুলে যাওয়ায় লোধ, দারুহরিদ্রার ব্যবহারে নিরাময় করা সম্ভব।
TwitterFacebookWhatsAppEmailShare

#Toothache, #Health, #Health Tips

আরো দেখুন