সুপারহিট মা ক্যান্টিনের ডিম-ভাত, পাত পড়ল কত মানুষের?

অন্যান্য জেলার চেয়ে কলকাতায় মা ক্যান্টিনের সংখ্যা অপেক্ষাকৃত বেশি।

March 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পেটের দায়ে রোজ শহরে আসেন নানান প্রান্তের মানুষ। কাউকে যাতে অভুক্ত না থাকতে হয়, তাই রাজ্যের উদ্যোগে শুরু হয়েছিল মা ক্যান্টিন। খবর মিলেছে, কলকাতায় পুরসভার তত্ত্বাবধানে চলা মা ক্যান্টিনের থেকে আহার করেছেন প্রায় ২ কোটি মানুষ।

কলকাতার ওয়ার্ডগুলিতে রয়েছে মা ক্যান্টিন, বেলা ১২টা বাজার সঙ্গে সঙ্গেই বহু মানুষ সেখান থেকে খাবার সংগ্রহ করেন। ভাতের সঙ্গে থাকে ডাল, আলুর তরকারি, সোয়াবিন, ডিমের ঝোল। মাত্র পাঁচ টাকায় মেলে খাবার। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, মা ক্যান্টিন শুরু পর থেকে গত বছরের আগস্ট পর্যন্ত কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং হাসপাতালগুলিতে মা ক্যান্টিন থাকার কারণে উপকৃত হয়েছেন বহু মানুষ। মাত্র পাঁচ টাকার বিনিময়ে ডিম ভাত পেয়েছেন প্রায় ১ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৭২২ জন।

অন্যান্য জেলার চেয়ে কলকাতায় মা ক্যান্টিনের সংখ্যা অপেক্ষাকৃত বেশি। জানা যাচ্ছে, আরও কয়েকটি জায়গায় মা ক্যান্টিন খোলার বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন