দেশ বিভাগে ফিরে যান

১৯৫-এ মাত্র ২৮ জন মহিলা প্রার্থী! মোদী সরকারের Women Reservation Bill কি সোনার পাথরবাটি?

March 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোরগোড়ায় লোকসভা ভোট, শনিবার দেশজুড়ে ১৯৫টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। দেখা যাচ্ছে, তাতে ঠাঁই পেয়েছেন মাত্র ২৮ জন মহিলা। হার মাত্র ১৪ শতাংশ। কিন্তু কোথায় দাঁড়িয়ে মহিলা সংরক্ষণ বিলের ভবিষ্যৎ?

গত বছর সংসদে ঘটা করে মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়েছে মোদী সরকার। সেই বিল অনুযায়ী, মহিলারা সংসদে বা বিধানসভায় ৩৩ শতাংশ সংরক্ষণ পাবে। মহিলা সংসরক্ষণ বিলের আরেক নাম দেওয়া হয়েছিল নারী শক্তি বন্দন অধিনিয়ম। কিন্তু কবে তা বাস্তবায়িত হবে বলা হয়নি। খোদ বিজেপিই যেখানে নিজেদের প্রার্থী তালিকায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য বরাদ্দ করতে পারল না, সেখানে আদৌ কি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে মহিলা সংরক্ষণ বিলের? উঠছে প্রশ্ন।

দেশজুড়ে নারী শক্তির হাওয়া তুলে প্রচারে নেমেছেন মোদী। যে বিজেপি নারী ক্ষমতায়ন নিয়ে একাধিক দাবি করে, তারা কেন মহিলাদের ৩৩ শতাংশ আসনে প্রার্থী করছে না? মহিলা সংরক্ষণ বিলও কি বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির তালিকায় সংযোজিত হবে? সরব বিরোধীরা।

তবে পুসম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ পেলে তাতে ৩৩% মহিলা প্রার্থীদের নাম থাকবে কী, সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #loksabha elections 2024, #Women Candidates

আরো দেখুন