রাজ্য বিভাগে ফিরে যান

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস, কবে কখন জানুন

March 3, 2024 | < 1 min read

বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

দার্জিলিংয়ে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। উত্তরবঙ্গের সব জেলাতে আজ রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে মনে করছে হাওয়া অফিস। তবে বৃষ্টির কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

আজ রবিবার ও আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

ফেব্রুয়ারির শেষ থেকেই বিদায় নিয়েছে শীত। মার্চের শুরুতেই পাখা বন্ধ রাখলে ঘামছেন শহরবাসী। এখন বৃষ্টির ফলে বাতাসে আর্দ্রতা বাড়লে সেক্ষেত্রে আরও বেশি অস্বস্তি বৃদ্ধি পাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#weather office report, #Rain, #Weather Update, #Thunderstorm, #Weather forecast

আরো দেখুন