বাংলায় হারা আসনে দীনেশ ত্রিবেদীকে দাঁড় করাচ্ছে BJP?

শোনা যাচ্ছে এমনটাই। পদ্ম ফোটার কোনও সম্ভবনা নেই, এমন একটি আসনে তাঁকে টিকিট দিতে পারে বিজেপি।

March 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কংগ্রেস থেকে তৃণমূল হয়ে অধুনা বিজেপিতে আছেন দীনেশ ত্রিবেদী। দলে নেওয়ার পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে খুব একটা সক্রিয়ভাবে ব্যবহার করেনি বিজেপি। গোদা বাংলা বললে, দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক জীবন এখন নিভু নিভু। তাঁর রাজনৈতিক জীবনকে কি এবার পুরোপুরি মৃত্যুর দিকে ঠেলে দেবে বিজেপি? শোনা যাচ্ছে এমনটাই। পদ্ম ফোটার কোনও সম্ভবনা নেই, এমন একটি আসনে তাঁকে টিকিট দিতে পারে বিজেপি।

২০১৯ সালে লোকসভা ভোটে বারাকপুর কেন্দ্র থেকে লড়ে হেরে যান দীনেশ (Dinesh Trivedi)। তারপরও তাঁকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। সাড়ে পাঁচ বছরের মেয়াদ ফেলে রেখে, রাজ্যসভার সাংসদ পদ থেকে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি ইস্তফা দেন তিনি। তৃণমূলও ছাড়েন। অন্তরের ডাকে সে’বছর ৬ মার্চ যোগ দেন গেরুয়া শিবিরে। কিন্তু বিজেপি তাঁকে রাজ্যসভাতেও পাঠায়নি, একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় টিকিটও দেয়নি। গত তিন বছর সেভাবে রাজনীতিতেও দেখা যায়নি দলবদলু দীনেশ।

ফের দোরগোড়ায় লোকসভা ভোট, এবার বিজেপি (BJP) তাঁকে টিকিট দিতে পারে বলে জানা যাচ্ছে। তবে এমন আসন বাছা হচ্ছে, সেখানে বিজেপির জয়ের কোনও সম্ভাবনা নেই। বিজেপির কোনও নেতা সেখানে প্রার্থী হতে চান না হারের ভয়, এমন আসনেই দীনেশকে লড়তে নামাবে বিজেপি। জল্পনায় রয়েছে, দমদম, মথুরাপুর, ডায়মন্ডহারবার, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তরের মতো কেন্দ্রের নাম। যেগুলো বঙ্গ রাজনীতিতে তৃণমূলের দুর্গ হিসেবে খ্যাত। উল্লেখ্য, ইতিমধ্যে বাংলার কুড়িটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। আসানসোলের প্রার্থী পবন সিং নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে বাংলার বাকি ২৩ আসনে প্রার্থী ঘোষণা করবে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen