কিউইদের হারের জের, WTC-এ শীর্ষে ভারত
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় থেকে শীর্ষে উঠে এল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখোমুখি হল নিউজিল্যান্ড। তাতেই সুবিধা পেল ভারত। অন্যদিকে, নিউজিল্যান্ড এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে চলে গেল। অস্ট্রেলিয়া রইল তৃতীয় স্থানে। টেস্ট চ্যাম্পিয়নশিপ যে ভাবে এগোচ্ছে, তাতে মনে হয়, কোনও অঘটন না ঘটলে খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।
এ যাবৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর বসেছে দুবার। প্রতিবারই ফাইনাল থেকে শূন্য হাতে ফিরেছে টিম ইন্ডিয়া। প্রথমবার নিউজিল্যান্ডের কাছে, শেষবার অস্ট্রেলিয়ার কাছে। এবার খেতাব জিততে মরিয়া টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ জিতে গিয়েছে রোহিত বাহিনী। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ধ্রুব জুরেল, সরফরাজ খানের মতো তরুণ ক্রিকেটারদের দৌলতে পরপর তিন ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া।
ধরমশালায় ৭-১১ মার্চ সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। নিয়ম রক্ষার ম্যাচকেও হালকাভাবে নিচ্ছেন রোহিতরা।