দেশ বিভাগে ফিরে যান

পবন সিং ইস্যুতে মুখ পুড়েছে, বাকি ২২টি আসনের প্রার্থী নির্বাচনে স্থানীয়দের গুরুত্ব দিতে চাইছে BJP নেতৃত্ব

March 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পবন সিং-ইস্যুতে বাংলায় যেভাবে মুখ পুড়েছে, এখন সেই ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। যদিও এই ভোজপুরী গায়ককে নিয়ে যে বিতর্কের ঝড় উঠেছে, তাতে তাঁকে বাংলার অন্য কোনও আসন থেকে প্রার্থী করলেও যথেষ্ট বেগ পেতে হবে কেন্দ্রীয় নেতৃত্বকে। অন্য মুখ না পেয়ে বিতর্ক গিলে কি আসানসোলেই ফের প্রার্থী হবেন তিনি? উঠছে এ প্রশ্নও।

সোমবার বিকেলে ১১ অশোকা রোডে বিজেপির অফিসে সুকান্তবাবুর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের দু’ঘণ্টার বৈঠক হয়। এদিনই দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন বিতর্কিত ভোজপুরী গায়ক পবন সিং। ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতা মঙ্গল পান্ডেও।

বিজেপি সূত্রে খবর, আসানসোল-কাণ্ড থেকে শিক্ষা নিয়েছে বিজেপি। তা হল, নির্বাচনী চমক দিয়ে আর বিশেষ ফাটকা খেলা হবে না। বরং বাংলার বাকি ২২টি লোকসভা আসনের প্রার্থী বাছাইয়ে মূলত স্থানীয় এবং দলে পরিচিত মুখের উপরই জোর দেওয়া হবে। এদিনের বৈঠক নিয়ে অবশ্য মুখ খোলেননি সুকান্তবাবু। তবে জানিয়েছেন, ‘দলের দ্বিতীয় দফার তালিকাতেই বাংলার বাকি ২২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #candidate list, #candidates, #Loksabha Election 2024

আরো দেখুন