দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বহরমপুরের গেরুয়া প্রার্থীকে নিয়ে চরমে ক্ষোভ, কর্মীদের মাঠে নামাতে পারবে BJP?

March 6, 2024 | 2 min read

বহরমপুরের গেরুয়া প্রার্থীকে নিয়ে চরমে ক্ষোভ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। বাংলার গেরুয়া প্রার্থীদের নিয়ে দলের কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে দিকে দিকে। বহরমপুর (Baharampore) লোকসভা আসনে বিজেপির প্রার্থীকে ঘিরে দলের অন্দরে চরমে উঠছে আসন্তোষ। ওই আসনে বিজেপির প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন খোদ বিজেপি (BJP) জেলা সভাপতি থেকে শুরু করে স্থানীয় বিধায়ক। রাজনৈতিক পরিসরের বাইরে এক চিকিৎসককে টিকিট দেওয়া হয়েছে বহরমপুরে, যাকে কেন্দ্র করে দলের অন্দরে নেতা-কর্মীরা তীব্র অসন্তোষ প্রকাশ করতে শুরু করছেন। কেউ কেউ প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। অস্বস্তিতে বেড়েছে বিজেপিতে। ভোটের আগে নিচুতলার কর্মীদের ক্ষোভ মিটিয়ে ভোট ময়দানে নামানোই এখন চ্যালেঞ্জ বিজেপির।

সমাজ মাধ্যমে এক বিজেপি কর্মী লিখেছেন, বহরমপুর লোকসভায় বিজেপির প্রার্থী কে হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনও ক্ষমতা আমার নেই। যাঁরা রাজনৈতিক দল করেন, তাঁদের সবার কিছু ইচ্ছে থাকে। কেউ সংগঠনের দায়িত্ব নিতে চান, কেউ জনপ্রতিনিধি হতে চান। আবার কেউ কর্মী হয়ে দলের কাজ করতে চান। কেউ এলাকায় মানুষের কোনও উপকার করতে পারলেই খুশি হন। কিন্তু প্রার্থী দলের বাইরের লোক হলে দলের ভাল মন্দে তাঁর কী এসে যায়? তিনি তো জানেনই না দল কী চায়। তিনি দলের জন্য কোনওদিন শ্রম বা সময় দেননি। এমনকী অর্থও দেননি। বিজেপি করার জন্য তাঁকে কোনও সমস্যায় পড়তে হয়নি। দলের কর্মীদের ভাবাবেগ জানেন না। দলের কর্মীদের সঙ্গে যেকোনও সময় দূরত্ব তৈরি করেতে পারেন।

নিচুতলার কর্মীরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন দল করেও টিকিট প্রত্যাশীরা টিকিট পান না, স্বাভাবিকভাবে ক্ষোভের সঞ্চার হবেই। তাঁদের কথায়, পতাকা বেঁধে। মিটিং মিছিল করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে জেলে গিয়েও টিকিট চান না। নিজেদের নেতাদের জন্য লড়াই করেন। কিন্তু নেতারা যখন টিকিটের দৌড়ে থেকে বঞ্চিত হন, তখন খারাপ লাগে। দলের ভিতরে অনেকেই ক্ষোভের কথা জানিয়েছেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতেও লিখছেন ক্ষোভের কথা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmal Kumar Saha, #Baharampore, #bjp, #Lok Sabha Election 2024

আরো দেখুন