বিনোদন বিভাগে ফিরে যান

মদনের পর এবার রুপোলি পর্দায় মহুয়া? কার ছবিতে দেখা যাবে তাঁকে?

March 5, 2024 | < 1 min read

এবার রুপোলি পর্দায় মহুয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অভিনয় জগতের তারকারা বারবার রাজনীতিতে এসেছেন, জাতীয় রাজনীতির পাশাপাশি বঙ্গ রাজনীতিতেও দেখা গিয়েছে এ প্রবণতা। আবার রাজনৈতিক জগৎ থেকেও রুপোলি পর্দায় গিয়েছেন রাজনীতিকরা। সম্প্রতি মদন মিত্রকে ছবিতে অভিনয় করতে দেখা যায়। এবার শোনা যাচ্ছে, মহুয়া মৈত্রকেও দেখা যাবে পর্দায়। জোর গুঞ্জন, জুন মাসে ‘১২ অ্যাংরি মেন’-র বাংলা ভার্সনের শুট শুরু করবেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। সে’ছবিতেই দেখা যেতে পারে প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)।

এসভিএফ প্রযোজিত এই ছবি হতে চলেছে তারকাখচিত। হলিউডের বিখ্যাত ছবি বেছে নিয়েছেন সৃজিত। খবর মিলছে, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচাৰ্য, রুদ্রনীল ঘোষ, সত্যম ভট্টাচাৰ্য, সৌরসেনী মৈত্র থাকবেন ছবি। তবে কোন চরিত্রে মহুয়াকে দেখা যাবে, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

হলিউডের ছবিটি কোর্টরুম ড্রামার উপর ভিত্তি করে তৈরি। ১৮ বছরের এক তরুণ বাবাকে খুনের দায়ে অভিযুক্ত। সে কি সত্যি সত্যিই বাবার খুনি? বিচারে বসবেন ১২ জুরির একটি বেঞ্চ। নিজেদের মধ্যেই বিতন্ডায় জড়াবেন তারা। সৃজিত গল্পের সামান্য বদল ঘটিয়েছেন বলে শোনা যাচ্ছে। তরুণের বদলে দেখা যাবে তরুণীকে। সেই ভূমিকায় থাকছেন সৌরসেনী। গানের দায়িত্বে সম্ভবত অনুপম রায়। এখন দেখার সংসদে ভাষণে ঝড় তোলা মহুয়াকে কোন চরিত্রে দেখা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Srijit Mukherji, #Mahua Moitra, #Bengali Movie

আরো দেখুন