বারাসাতে ১০ টাকায় ১৭ টা ফুচকা, উপচে পড়া ভিড়

মেয়ের জন্মদিন। আনন্দে আত্মহারা বাবা। বাবার পেশা ফুচকা বিক্রি। মেয়ের জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে চায় সে। তাই এলাকাবাসীকে ১০ টাকায় ১৭ টা ফুচকা খাওয়ালেন তিনি।

February 10, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

মেয়ের জন্মদিন। আনন্দে আত্মহারা বাবা। বাবার পেশা ফুচকা বিক্রি। মেয়ের জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে চায় সে। তাই এলাকাবাসীকে ১০ টাকায় ১৭ টা ফুচকা খাওয়ালেন তিনি।

https://www.facebook.com/rana.dhar.790/videos/1365030867034620/

ফুচকা খাওয়ার লাইন দেখে অবাক এলাকাবাসী। উপচে পড়ছে ভিড়। লাইন গিয়েছে একে বেঁকে। ফুচকার স্বাদ কেমন ? সে দিকে নজর কারর নেই। এই বাজারে এত কম দামে এতগুলি ফুচকা খেয়েই খুশি আমজনতা। শুধু তাই নয়। ফুচকা খাওয়ানোর কারণ জেনেও লোকের ভিড় জমেছে দোকানে।

রানা প্রতাপ ধর নামের এক ফেসবুক ইউজার ভিডিওটি শেয়ার করে জানিয়েছে, ফুচকা খাওয়ার জন্য এত লাইন কোথাও দেখা যায় কি। ১০ টকায় ১৭ টা। চলে আসুন বারাসাত পাইওনীয়ারে।

https://www.facebook.com/rana.dhar.790/posts/1365104213693952
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen