দেশ বিভাগে ফিরে যান

তৃতীয় নির্বাচন কমিশনারের অনুপস্থিতিতেই লোকসভা ভোট?

March 6, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দু’জন কমিশনারকে দিয়েই লোকসভা ভোট হবে? কোরাম পূরণ হবে না? মোদী সরকার এখনও অবধি তৃতীয় নির্বাচন কমিশনারের নামই ঠিক করতে পারেনি। নিয়ম অনুযায়ী, কমিশনে একজন মুখ্য ও দু’জন কমিশনার থাকার কথা। ১৫ ফেব্রুয়ারি অনুপ পান্ডে অবসর নেওয়া পর থেকেই কমিশনারের একটি পদ ফাঁকা। ৭ ফেব্রুয়ারি সিলেকশন কমিটির বৈঠক ডেকেও, তা বাতিল করেছেন মোদী। এ ঘটনা নজিরবিহীন বলছেন তথ্যাভিজ্ঞমহল।

বিরোধীদের প্রশ্ন, কাশ্মীরে কেন ভোট হচ্ছে না। তৃণমূলের রাজ্যসভার মুখসচেতক সুখেন্দুশেখর রায়ও একই প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন তুলছেন, লোকসভার সঙ্গে যদি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ, সিকিমে বিধানসভার ভোট হতে পারে, তাহলে জম্মু-কাশ্মীর নয় কেন?
মোদী সরকার অবশ্য এ ব্যাপারে মুখে কুলুপ দিয়েছে। নির্বাচন কমিশনেরও উদ্যোগ নেই। প্রসঙ্গত, ২০১৮ সালের পর থেকে জম্মু-কাশ্মীর সরকারহীন। ভূ-স্বর্গে রাষ্ট্রপতি শাসন চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commission of India, #Eci, #loksabha elections 2024, #Election Commissioner

আরো দেখুন