প্রত্যাশামতোই বিজেপিতে যোগদান করলেন তাপস রায়

সোমবার বিধানসভায় গিয়ে বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস। বুধবার সেই সংক্রান্ত শুনানি ছিল বিধানসভায়

March 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রত্যাশামতোই বিজেপিতে যোগদান করলেন তাপস রায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রত্যাশামতোই বিজেপিতে যোগদান করলেন তাপস রায় (Tapas Roy)। বুধবার বিকেলে সল্টলেকে বিজেপির পার্টি অফিসে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তাপস রায়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

সোমবার বিধানসভায় গিয়ে বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস। বুধবার সেই সংক্রান্ত শুনানি ছিল বিধানসভায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, তাপসের ইস্তফায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে। তাই তাঁকে নতুন করে ইস্তফা দিতে বলা হয়েছে। অর্থাৎ, বুধবার তাপসের ইস্তফার কাজ ঝুলেই রইল বিধানসভায়। তাঁকে বৃহস্পতিবার আবার ডেকেছেন স্পিকার। তাপস জানিয়েছেন, নতুন করে পদ্ধতি মেনে ইস্তফার চিঠি তিনি দিয়ে আসবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen