ISL2024: গোয়ার কাছে ১-০ হারল লাল হলুদ শিবির
আজ গোয়ার ফাতোর্ডা স্টেডিয়ামে ISL- র ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল এফসি ও গোয়া এফসি।
March 6, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ গোয়ার ফাতোর্ডা স্টেডিয়ামে ISL- র ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল এফসি ও গোয়া এফসি।
প্রথমার্ধে গোয়ার নোয়া ১২ ও ১৩ মিনিটের মাথায় দুটো সুযোগ মিস করেন। ৪২ মিনিটের মাথায় তৃতীয় সুযোগ পেয়ে প্রথম গোল করে গোয়াকে এগিয়ে দেন নোয়া।
দ্বিতীয়ার্ধে ভালো খেলেও কোনও দল আর গোল করতে পারেনি। খেলার ৩৬ মিনিটে হলুদ কার্ড দেখেন গোয়ার ইয়াসির ও ৪৫+২ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে হলুদ কার্ড দেখেন Vazquez। ৯০ মিনিট শেষে গোয়া ১-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে।