তৃণমূলে যোগ দিলেন BJP বিধায়ক মুকুটমণি অধিকারী
অভিষেকের মিছিলে BJP বিধায়ক মুকুটমণি, নদীয়ায় বদলাচ্ছে সমীকরণ?
March 7, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার কলকাতার রাজপথে নামলেন মমতা ও অভিষেক। ঢল নামে মানুষের। সেই মিছিলেই পা মেলান রানাঘাট-দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। মনে করা হচ্ছে, আসন্ন লোকসভায় নদীর কোনও আসন থেকে জোড়াফুলের টিকিটে লড়তে পারেন মুকুটমণি। মিছিল শেষে সভায় তৃণমূলে অনুষ্ঠানিকভাবে যোগ দেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক।