রাজ্য বিভাগে ফিরে যান

Lok Sabha Election 2024: বসিরহাটে শামিকে প্রার্থী করছে বিজেপি?

March 8, 2024 | < 1 min read

বিস্ফোরক মহম্মদ শামি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাম্প্রতিক অতীতে দেশের হয়ে দূর্দান্ত পারফরম্যান্স করেছেন মহম্মদ শামি। বল হাতে আগুন ছোটান তিনি। প্রতিপক্ষের বাঘা বাঘা ব্যাটসম্যানকেও ঘায়েল করেন। শামির কি এবার রাজনীতিতে অভিষেক ঘটছে? এই জল্পনা এখন রাজনৈতিকমহলে।

রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলার সময় শামি ফাস্ট বোলার হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করেছেন এবং তিনি এখনও ভারতের পাশাপাশি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন।

শোনা যাচ্ছে, এই তারকা পেসার আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে দাঁড়াবেন। ইতিমধ্যেই পদ্মশিবির থেকে শামির সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলেই খবর। ঘনিষ্ঠ মহলে ভোটে দাঁড়ানোর ইচ্ছাও নাকি প্রকাশ করেছেন এই পেসার। কিন্তু এখনও পর্যন্ত এবিষয়ে কোনও পক্ষই একটি শব্দও খরচ করেনি। না মহম্মদ শামি। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে শামিকে। তিনি এখনও তাঁর সিদ্ধান্ত জানাননি। তিনি এখন অস্ত্রোপচারের পর বর্তমানে ক্রিকেট থেকে বিরতিতে আছেন।তিনি বসিরহাট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #basirhat, #bjp, #md shami, #Loksabha Elections, #loksabha elections 2024

আরো দেখুন