খেলা বিভাগে ফিরে যান

IND vs ENG: রোহিত-গিলের জোড়া সেঞ্চুরি, দ্বিতীয় দিনে রানের পাহাড়ে Team India

March 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিয়ম রক্ষার ম্যাচেও এক চুল জমি ছাড়তে রাজি নয় রোহিতরা। ধর্মশালায় দ্বিতীয় দিনের শুরুতে জোড়া শতরান ভারতের। পঞ্চম তথা শেষ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন রোহিত এবং শুভমন। টেস্টে এক ডজন সেঞ্চুরি হয়ে গেল হিটম্যানের। চলতি সিরিজে দুজনই দ্বিতীয় শতরান করলেন। দিন শেষে ভারতের স্কোর আট উইকেট হারিয়ে ৪৭৩। ভারত ২৫৫ রানে এগিয়ে।

প্রথম দিনে ২১৮ রানে অলআউট হয়ে গিয়েছে ইংল্যান্ড। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৩৫ রান ছিল ভারতের। ৫৭ রান করে আউট হন যশস্বী জয়েসওয়াল। শুক্রবার শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন রোহিত-শুভমন জুটি। ১০৩ রানে রোহিত শর্মা এবং ১১০ রানে শুভমন গিল আউট হন। সরফরাজ খান এবং দেবদত্ত পাড়িক্কল ভারতকে বড় রানের লিডের দিকে এগিয়ে দেন।

সরফরাজ ৫৬ রান করেন। পাড়িক্কল ৬৫ রানে প্যাভেলিয়নে ফেরেন। বৃহস্পতিবার ইংল্যান্ডের ব্যাটাররা যে পিচ খেলতে পারছিলেন না, সেই পিচেই ব্রিটিশ বোলারদের রীতিমতো শাসন করলেন রোহিতরা। শোয়েব বসির চার উইকেট পেয়েছেন। টম হার্টলি দুটি উইকেট পেয়েছেন। ইতিমধ্যেই ভারত ২৫৫ রানে এগিয়ে গিয়েছে, ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ইনিংসে জয় পাওয়ার সম্ভাবনা থাকছে। উল্লেখ্য, টানা তিনটি টেস্টে জিতে রাঁচিতেই সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #India Vs England, #Rohit Sharma

আরো দেখুন