রাহুল গান্ধী ওয়ানাডে, কোথায় কাকে প্রার্থী করছে কংগ্রেস?

রাহুল গান্ধী ওয়ানাডে, কোথায় কাকে প্রার্থী করছে কংগ্রেস?

March 8, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাহুল গান্ধী ওয়ানাডে, কোথায় কাকে প্রার্থী করছে কংগ্রেস?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস (Congress)। রাহুল গান্ধী (Rahul Gandhi) তাঁর পুরনো কেন্দ্র কেরলের ওয়ানাডেই লড়াই করবেন। ইতিমধ্যেই ওই কেন্দ্রে ইন্ডিয়া জোট শরিক সিপিআইয়ের ডি রাজার স্ত্রী অ্যানি রাজা প্রার্থী হিসেবে প্রচারে নেমে পড়েছেন।

ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজনন্দগাঁও কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। বর্ষিয়ান কংগ্রেস নেতা ডিকে সুরেশ কর্নাটকের বেঙ্গালুরু রুরাল কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন।

এ দিন সব মিলিয়ে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। কেরল থেকে পনেরো জন, কর্ণাটক ও ছত্তিশগড় থেকে ছ’জন করে, তেলেঙ্গানা থেকে চার জন, মেঘালয় থেকে দু’জন এছাড়াও নাগাল্যান্ড ও সিকিম থেকে একজন করে প্রার্থীর নাম ঘোষণা করেছে হাত শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন