তৃণমূলে যোগ দিচ্ছেন জন বার্লা, মালতি রাভা রায়, সুব্রত ঠাকুর?

এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন গেরুয়া শিবিরের আরও সাংসদ, বিধায়ক। রবিবার ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চে সম্ভবত ফুল বদল করতে চলেছেন তাঁরা।

March 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
তৃণমূলে যোগ দিচ্ছেন জন বার্লা, মালতি রাভা রায়, সুব্রত ঠাকুর?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনের আগে সংকটে গেরুয়া শিবির। বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর দলবদলের মাত্র দু’দিনের মাথায় দল ছেড়েছেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন গেরুয়া শিবিরের আরও সাংসদ, বিধায়ক। রবিবার ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চে সম্ভবত ফুল বদল করতে চলেছেন তাঁরা।

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা (John Barla), কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) বিধায়ক মালতি রাভা রায় (Malati Rava Roy) এবং উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর (Subrata Thakur) তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে খবর। উল্লেখ্য সুব্রত ঠাকুর বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ভাই।

সূত্রের খবর, আরও পাঁচ বিজেপি বিধায়ক তৃণমূলে (TMC) যোগ দিতে পারেন। তবে এখনও পর্যন্ত জন বার্লা, মালতি রাভা রায় এবং সুব্রত ঠাকুর তৃণমূলে যোগ দেওয়ার কথা স্বীকার করেননি। বার্লাকে শনিবার শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর সভায় দেখা গিয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen