রাজ্য বিভাগে ফিরে যান

ব্রিগেড থেকে লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা – দেখুন LIVE

March 10, 2024 | < 1 min read

জল্পনাই সত্যি হল। ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছে একাধিক চমক। তালিকায় মহিলা প্রার্থীদের উপস্থিতিও চমকপ্রদ।

পশ্চিমবঙ্গের লোকসভা আসন ও তৃণমূল প্রার্থীদের নাম

১) কোচবিহার: জগদীশ চন্দ্র বসুনিয়া
২) আলিপুরদুয়ার: প্রকাশ চিক বারাইক
৩) জলপাইগুড়ি: নির্মল চন্দ্র রায়
৪) দার্জিলিং: গোপাল লামা
৫) রায়গঞ্জ:
কৃষ্ণ কল্যাণী
৬) বালুরঘাট:
বিপ্লব মিত্র
৭) মালদা উত্তর – প্রসূন বন্দ্যোপাধ্যায়
৮) মালদা দক্ষিণ- শাহনওয়াজ আলি রেহান
৯) জঙ্গিপুর: খলিলুর রহমান
১০) বহরমপুর: ইউসুফ পাঠান
১১) মুর্শিদাবাদ: আবু তাহের খান
১২) কৃষ্ণনগর: মহুয়া মৈত্র
১৩) রানাঘাট: মুকুটমনি অধিকারী
১৪) বনগাঁ: বিশ্বজিৎ দাস
১৫) ব্যারাকপুর: পার্থ ভৌমিক
১৬) দমদম: সৌগত রায়
১৭) বারাসাত: কাকলি ঘোষ দস্তিদার
১৮) বসিরহাট: হাজি নুরুল ইসলাম
১৯) জয়নগর: প্রতিমা মণ্ডল
২০) মথুরাপুর: বাপি হালদার
২১) ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়
২২) যাদবপুর: সায়নী ঘোষ
২৩) কলকাতা দক্ষিণ: মালা রায়
২৪) কলকাতা উত্তর: সুদীপ ব্যানার্জি
২৫) হাওড়া: প্রসূন ব্যানার্জি ( ফুটবলার)
২৬) উলুবেড়িয়া: সাজদা আহমেদ
২৭) শ্রীরামপুর: কল্যাণ ব্যানার্জি
২৮) হুগলী: রচনা ব্যানার্জি
২৯) আরামবাগ: মিতালী বাগ
৩০) তমলুক- দেবংশু ভট্টাচার্য
৩১) কাঁথি: উত্তম বারিক
৩২) ঘাটাল: দীপক অধিকারী
৩৩) ঝাড়গ্রাম: কালীপদ সোরেন
৩৪) মেদিনীপুর: জুন মালিয়া
৩৫) পুরুলিয়া: শান্তিরাম মাহাতো
৩৬) বাঁকুড়া: অরূপ চক্রবর্তী
৩৭) বিষ্ণুপুর: সুজাতা মণ্ডল
৩৮) বর্ধমান পূর্ব: শর্মিলা সরকার
৩৯) বর্ধমান-দুর্গাপুর: কীর্তি আজাদ
৪০) আসানসোল: শত্রুঘ্ন সিনহা
৪১) বোলপুর: অসিত কুমার মাল
৪২) বীরভূম: শতাব্দী রায়

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #candidate list, #Loksabha Election 2024

আরো দেখুন