রাজ্য বিভাগে ফিরে যান

রচনাকেই লোকসভায় প্রার্থী করলেন তৃণমূল সুপ্রিমো, দিদি নং ওয়ানেই কি সূত্রপাত?

March 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মডেলিং থেকে অভিনয় জগতে এসেছিলেন ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়, তারপর ঝুমঝুম থেকে রচনা হয়ে এখন তিনি আপামর বাংলার দিদি নম্বর ওয়ান। বিগত কয়েক সপ্তাহ ধরেই বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছিল, আসন্ন লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়। খুব সম্প্রতি তাঁর টেলিভিশন শো দিদি নম্বর ওয়ানে অতিথি হিসেবে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে। উল্লেখ্য, বিগত প্রায় চোদ্দ বছর ধরে টেলিভিশন শোটি চলছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো রচনার শো-তে যাওয়ার পর থেকেই প্রার্থী হওয়ার জল্পনা তুঙ্গে পৌঁছয়। দেখুন সেই এপিসোডের মুহূর্তটি।

https://tinyurl.com/2fs3w9pb

তৃণমূল সুপ্রিমোকে কখনও কোনও টিভি শো-তে যেতে দেখা যায়নি এর আগে। রচনা বন্দ্যোপাধ্যায় খোদ নবান্নে গিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই পর্বের সম্প্রচার হয় গত ৩ মার্চ। সেই টিভি শো-তে গিয়ে নিজের জীবনের কাহিনি ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জীবন সংগ্রামের কাহিনি শুনে দর্শকেরা প্রেরণা পান। সব মিলিয়ে অনুষ্ঠানটি কার্যত হিট হয়। এরপরই বঙ্গ রাজনীতিতে রচনার প্রার্থী হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। জনগর্জন সভা থেকে হুগলির তৃণমূল প্রার্থী হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tmc, #hooghly, #candidate, #rachana banerjee, #loksabha elections 2024

আরো দেখুন