নতুনদের পাশে ঋতুপর্ণা
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নিজের সংস্থার অধীনে তিনি বিভিন্ন সামাজিক কাজ করেন। এ বার তাঁর টিমের সদস্যের নতুন উদ্যোগের পাশে দাঁড়ালেন অভিনেত্রী। ঋতুপর্ণা সূচনা করলেন তাঁরই ছায়াসঙ্গী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের নতুন সিনেমা সংস্থা ‘এনডেয়ভর’। যার সৃজনশীল পরিচালক ঋতুপর্ণা। রবিবার দক্ষিণ কলকাতার এক রেস্তরাঁয় প্রযোজনা সংস্থাটির সূচনালগ্নে বাংলা ছবির এই শীর্ষ নায়িকা বলেন, ‘আমি চাই, আরও তরুণ প্রযোজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী উঠে আসুক। স্বাবলম্বী হোক। একজন মহিলা প্রযোজক ও পরিচালককে নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। আমার অভিজ্ঞতা, সৃষ্টিশীলতা ও যোগাযোগ দিয়ে শর্মিষ্ঠার পাশে থাকব। একসঙ্গে কাজ করব।’
টলিপাড়ায় বড় প্রযোজনা সংস্থার ‘দাদাগিরি’ নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। এমনকি বিভিন্ন সময়ে ইন্ডাস্ট্রিতে একাধিক ছোট প্রযোজনা সংস্থা বা নির্মাতাদের কাজ নেই বলেও অভিযোগ ওঠে। সেখানে ঋতুপর্ণা অন্য নারীকে প্রযোজনা সংস্থা তৈরিতে কী ভাবে উদ্বুদ্ধ করলেন? অভিনেত্রী বললেন, ‘‘আমি সব জিনিসকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখতেই পছন্দ করি। আমার টিমের সদস্যরা আমার পরিবার। তাঁদের যাতে ভাল হয়, কেন তা চাইব না! আসলে, ভালবাসায় ভালবাসা বাড়ে বলেই বিশ্বাস করি।’’
দৈর্ঘ্যের ছবির পাশাপাশি বিভিন্ন সামাজিক বিষয়কে কেন্দ্র করে স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্রও তৈরি করবে তারা। সংস্থাটির পরিকল্পনা শর্মিষ্ঠার প্রয়াত পিতা সংগ্রাম মুখোপাধ্যায়ের তৈরি স্বেচ্ছাসেবী সংগঠন কলকাতা এনডেয়ভর সোসাইটির কর্মসূচির মাধ্যমেই। শর্মিষ্ঠা বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠনটি মহিলা ও বাচ্চাদের নিয়ে কাজ করে। যেহেতু সিনেমা অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, তাই মানুষের কথা বলার জন্যই এনডেয়ভর- এর সূচনা। আপাতত সিনেমাই তৈরি করবে এনডেয়ভর।’