রাজ্য বিভাগে ফিরে যান

পাঁচ ফলের নৈবেদ্য সাজিয়ে আন্তর্জাতিক নদী দিবস পালন পাথরপ্রতিমায়

March 15, 2024 | < 1 min read

পাঁচ ফলের নৈবেদ্য সাজিয়ে আন্তর্জাতিক নদী দিবস পালন পাথরপ্রতিমায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪ মার্চ ছিল আন্তর্জাতিক নদী দিবস। ১৯৮০ সাল থেকে ১৪ মার্চ দিনটি আন্তর্জাতিক নদী দিবস (International River Day) হিসেবে পালিত হয়ে আসছে। সারা বিশ্বজুড়েই এই দিনে নদী বাঁচানো এবং নদীর বাস্তুতন্ত্র নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার একাধিক কর্মসূচি নেওয়া হয়। বৃহস্পতিবার সুন্দরবনের পাথরপ্রতিমায়ও আন্তর্জাতিক নদী দিবস পালন করা হল। নদী সংলগ্ন এলাকার পরিবেশ সচেতন শতাধিক মহিলা, পুরুষ এবং স্কুল পড়ুয়া গ্রাম পরিক্রমা করে। পাঁচ ফলের নৈবেদ্য সাজিয়ে উপাচার পালন হয়। রাক্ষসখালির উপকূলে নদী পুজো দেন সকলে। পুজোর সময় শাঁক, ঘণ্টা, কাঁসর বাজিয়ে উলুধ্বনি দিয়ে পুজো দেওয়া হয়। অনুষ্ঠানের সময় মুখরিত হয়ে ওঠে এলাকা। বহু মানুষ ভিড় করে অনুষ্ঠান দেখতে এসেছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সুন্দরবনের নদীনালার উপর বহু মানুষ নির্ভরশীল। তাঁরা মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। তাই নদীর প্রতি সুন্দরবনের বাসিন্দাদের দায়বদ্ধতা রয়েছে। নদীর দূষণ রোধের বার্তা দিতে প্রতিবছরই এই আন্তর্জাতিক নদী দিবস উদযাপন করা হয়। এদিন অনুষ্ঠান শেষে মহিলারা নৌকায় করে নদী পথে রাক্ষসখালি, বনশ্যাম নগর, জি-প্লট এলাকায় নদীর দূষণ রোধে সচেতনতার বার্তা প্রচার করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#patharpratima, #International river day

আরো দেখুন