তিন খান এক ছবিতে! বি-টাউনে তুঙ্গে জল্পনা

জামনগরের হাইভোল্টেজ অনুষ্ঠানে একাধিক জনপ্রিয় গানে পারফর্ম করেছিলেন তিন খান।

March 16, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
তিন খান এক ছবিতে! বি-টাউনে তুঙ্গে জল্পনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রূপালি পর্দায় বলিউডের তিন খানকে একসঙ্গে দেখার প্রতীক্ষায় তাদের অনুরাগীরা। সেই ছবি বোধহয় হতে চলেছে। আমির খান নিজেই এমনটা জানিয়েছেন।

গত বছর মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ হোক বা ‘টাইগার ৩’ বা এর আগের ‘করণ অর্জুন’, ‘হাম তুমহারে হ্যায় সনম’ অথবা ভবিষ্যতের ‘টাইগার ভার্সেস পাঠান’— এক ছবিতে কাজ করেছেন শাহরুখ ও সলমন। এই ধরনের ছবি থেকে যেন এতদিন নিজেকে সরিয়ে রেখেছিলেন আমির। কিন্তু ভক্তদের অনুরোধ ফেলা তাঁর পক্ষেও যে সম্ভব নয়। সাম্প্রতিক এক লাইভ সেশনে আমির আশ্বাস দিয়েছেন, অন্তত একবার হলেও শাহরুখ এবং সলমনের সঙ্গে এক ছবিতে কাজ করার চেষ্টা করবেন তিনি।

দিন কয়েক আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে তিন খানকে এক ফ্রেমে দেখার স্বপ্ন খানিক পূরণ হয়েছিল দর্শকের। জামনগরের হাইভোল্টেজ অনুষ্ঠানে একাধিক জনপ্রিয় গানে পারফর্ম করেছিলেন তিন খান। এখন এক ছবিতে তাঁদের অভিনয় দেখার অপেক্ষায় দর্শকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন