CAA ফাঁদ! মতুয়া সম্প্রদায়ের মানুষদের বোঝাবেন সুশীল সমাজ প্রতিনিধিরা

প্রায় এক ডজনেরও অধিক সামাজিক সংগঠন মতুয়াদের কাছে পৌঁছে, বোঝাতে চাইছেন সিএএ আদপে ফাঁদ।

March 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
CAA ফাঁদ! মতুয়া সম্প্রদায়ের মানুষদের বোঝাবেন সুশীল সমাজ প্রতিনিধিরা, ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশে লাগু হয়েছে সিএএ, প্রথমে মতুয়ারা উচ্ছ্বসিত হলেও ধীরে ধীরে জমছে প্রতিবাদের আগুন। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে তাঁরা পথেও নেমেছেন। কারণ, এক কাপড়ে দেশ ছাড়া মতুয়াদের কাছে কোনও কাগজপত্রই নেই। এই অবস্থায় সুশীল সমাজের প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা মতুয়াদের (Matua) কাছে পৌঁছবেন। প্রায় এক ডজনেরও অধিক সামাজিক সংগঠন মতুয়াদের কাছে পৌঁছে, বোঝাতে চাইছেন সিএএ আদপে ফাঁদ।

জয়েন্ট ফোরাম এগেইনস্ট এনআরসির (NRC) আওতায় সমমনস্ক সংগঠনগুলো অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে বৈঠক করেন। তাঁরা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফোরামের আহ্বায়ক প্রসেনজিৎ বসু জানান, সিএএ-র (CAA) উপর স্থগিতাদেশ চেয়ে শুক্রবার শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছেন তাঁরা। আইনি লড়াই চলবে। পাশাপাশি মতুয়া ও শরণার্থীদের কাছে পৌঁছে এই আইনের বিষয়ে তাঁদের কাছে সত্যতা তুলে ধরবেন ফোরামের সদস্যরা।

২০১৯ সালের আগস্টে কলকাতায় এনআরসি বিরোধী আন্দোলেন নেমেছিল, ইয়ং বেঙ্গল, ইউনাইটেড ফোরাম ন্যাশনল ইন্টিগ্রিটি, জয় ভীম নেটওয়ার্কের মতো সংগঠনগুলো। শনিবারের বৈঠকেও সামিল হয়েছিলেন তাঁরা। মানুষের দরজায় দরজায় পৌঁছে সচেতনতা বাড়ানো, পথসভা, মিছিল ইত্যাদি আয়োজনের করা ভাবছেন সংগঠনগুলোর প্রতিনিধিরা।

গ্যাজেট নোটিফিকেশন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। যাঁদের নাগরিকত্বের আর্জি বাতিল হয়ে যাবে, তাঁরা কী করবেন? এখনও স্পষ্ট নয় বিষয়টি। ঠাকুরনগরে মতুয়ারা রীতিমতো আতঙ্কে ভুগছেন। বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ স্বরূপ সে’দেশের পাসপোর্ট, ভিসা চাওয়া হচ্ছে। যা অধিকাংশেরই কাছেই নেই। প্রমাণ দাখিল করতে না পারলে কী হবে? পরিনামের চিন্তায় প্রমাদ গুনছেন মতুয়ারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen