রাজ্য বিভাগে ফিরে যান

BJP নেতা তথাগতর বক্তব্য কেন ক্ষুব্ধ মতুয়ারা? দেখে নিন

March 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিএএ নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। একদিকে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মোদী সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন মতুয়ারা, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রমাণ দিতেই হবে। এই আবহে ফের বিতর্কিত মন্তব্য করে বসেছেন বিজেপি নেতা তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। নাগরিকত্বের প্রশ্নে তিনি পুরুষাঙ্গ পরীক্ষা করার নিদান দিয়েছেন। এহেন নিদান ক্ষুব্ধ মতুয়া সমাজ। প্রতিবাদে সরব হয়েছে মতুয়া ঠাকুরবাড়ির সদস্যা তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর।

গেরুয়া নেতা তথাগত রায়ের বিদ্বেষমূলক মন্তব্যের তীব্র নিন্দা করেছেন মমতাবালা। তিনি বলেন, “একজন শিক্ষিত মানুষ, রাজ্যপাল ছিলেন, বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন, এহেন মানুষ এমন নোংরা টুইট করছেন। যে বাঙালিদের পুরুষাঙ্গের পরীক্ষা দিতে হবে, তাঁরা হিন্দু না মুসলমান। তারপর নাগরিকত্ব নিতে হবে। আমি ধিক্কার জানাই মানুষ এত নিচে নামতে পারে। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ সারা বাংলায় এর বিরুদ্ধে আন্দোলনে নামবে।” তিনি আরও বলেন, “এত অপমান। নাগরিকত্বের জন্য উলঙ্গ করে পরীক্ষা করা হবে? আমরা জানি না কোন ভারতবর্ষে বাস করছি। আগামীতে কী হতে পারে? সমগ্র বাঙালি সমাজ, মতুয়া সমাজ গর্জে উঠুন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#CAA, #bjp, #tathagata roy, #Matua

আরো দেখুন